মন খোঁজে তাকে
মৃনাল কান্তি বাগচী
ফাগুন আসে, ফাগুন যায়
মনের ব্যথা মনেতে রয়।
জীবন স্রোত বয়ে চলে
নীরব রাতে বক্ষ ভাসে
অশ্রু জলে।
আকাশ বলাকা ওড়ে ডানা মেলে
মনের ব্যথা বোঝা যায়না
হৃদয় না থাকলে।
যতই শূণ্যতায় কাঁদুক হৃদয়
তবুও বেঁচে থাকতে হয়।
ফাগুন আসে, ফাগুন যায়
মনের ব্যথা মনেতে রয়।
মন যাকে ভালোবাসে
তাকে বারে বারে খোঁজে হৃদয়।।।
———+++++++——-