লা জবাব (ব্যঙ্গাত্মক)
মৌসুমী ঘোষাল চৌধুরী
*************
বৈয়াকরন ক্লাসে, আর্য পুত্র বললেন
“ক্ষ” উৎপত্তি বাখ্যা করো।
বললাম “তালক্ষীর”।
বললাম বুকে ব্যথা।
ঘরটা ভেঙে গেছে।
ব্যথায়, গীটার টুকু ধরে গান বেঁধেছি
কবিয়াল দের দলে।
মৃদু হেসে বললেন, আমিই পন্ডিত।
বললাম, চৈতন্য প্রেমে চরন রেখেছি।
দলে দলে হিন্দু মুসলিম এক সূত্রে
স্বপ্ন দেখেছে।
দলিতরা পায়ে পায়ে হেঁটেছে।
বললেন, জগাই মাধব পাথর ছুঁড়েছে।
দক্ষিন দুয়ারে পুঁতে দিয়েছে।
তুমি ও ভালোবাসার কথা বোলো না।
শুধু বলে যাও, সভাসদ
মুখ্যু আমি।
দেখবে, ঘর জুড়ে যাবে।
রাজার পাশে মন্ত্রী হবে।
বললাম, সেকি! রাজতন্ত্র।
আমার প্রেম ভাসে গণতন্ত্রে। বললেন, যারা হাওড়া ব্রীজ
বানিয়ে গেছে,
চাঁদে পিকনিক করবে।
আর তাদের ইতিহাসে
আজো তুমি “নেটিভ”, বর্বর।
বললাম, তাহলে উপায়?
সভয় দিলেন, “যা হোক কিছু হবে”।
আবার বললেন, “হবেই “।
—oooXXooo—