অংক
কলমে:-রতন চক্রবর্তী
সেই ছোট্ট বেলায় মায়ের কাছে বসে
হাতে নিয়ে স্লেট-পেঞ্চিল ,কতনা সময় ধরে
অ আ ,ক খ , একে চন্দ্র দুয়ে পক্ষ ,নামতা শিখে
তারপর অংক কষা শিখেছিলাম
+যোগ,– বিয়োগ ,× পূরণ ,÷ ভাগ সহ
আরও কতনা ধরণের অংক টাকে |
কিন্তু দুর্ভাগ্য আমাদের
ব্যক্তি জীবনে ,বাস্তব জীবনে ,সমাজ জীবনে
সেই অঙ্কগুলোর একটিরও সুফল
ফলাতে পারিনি আমরা |
তাইতো আজ সংসার,সমাজ,রাজ্য,রাষ্ট্রে ,পৃথীবিতে
চলছে শুধু +এর জায়গায় — বিয়োগ
× পুরণের জায়গায় ÷ ভাগের অর্থাৎ অসাম্যে
এটা তোমার ,ওটা আমার, শুধুই আমার খেলা |
ভুলে গেছি আমরা যা কিছু ভালো
করতে হয় জীবনে+যোগ তা
মন্দ কিছু করতে হয় –বিয়োগ বা বাদ
অপূরণকে করতে হয় × পূরণ
ভালো কিছু পেলেই ÷ ভাগ করে দিতে হয়
——-সরল মনে = = সমান সমান ভাগে |
এমনটা করতে পারিনি বলেই এযুগে
পৃথীবিটা দাঁড়িয়েছে ধ্বংসের গোড়ায়
বাঁচা আর বাঁচানোর বুদ্ধি হয়েছে লুপ্ত
অচিরেই হয়তো তোমরা দেখতে পাবে
মৃত মানুষের লাসের পাহাড় হিমালয় সম |
তা হলে এখন উপায় !
উপায় একটা আছে বন্ধু
হাতের এক সাম্যটাকে দিয়ে বাদ
অংকটাকে কষা দাও ছেড়ে
হাতের এক সাম্যটাকে দিলে বাদ
পারবে না কোন দিন মিলাতে
প্রেম,শান্তি,সুখের অংকটারে।
—oooXXooo—