তুমি চাইছ, সবই আমার মতে চলুক তা কি করে হয়? গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিকতা এটা মানা যায় না। নীচুতলা থেকে উচুতলা সকলকে আপন করে নিতে হয়, সংসারে অনুগত ও নির্দেশ মান্যকারী চাই ভালবাসা ঐ দুটি শব্দকে নিয়ন্ত্রণ করে। আমার আমিত্ব কখনও কাম্য নয় আমিত্বে অসন্তোষ বাড়ে। অসন্তোষ ডেকে নিয়ে আসে অসহযোগিতা ফলে চারদিক শূন্যতায় খাঁ খাঁ করে। অসন্তোষের তীব্রগন্ধ সকলকে বিদ্ধ করে, অসম এই পরিবেশ থেকে মুক্তি দরকার। স্বাধীনতা কাউকে অপমান করে না সহাবস্থান মানুষকে শান্তি দেয় কাউকে ছোট করে দেখা পাপ হীনমন্যতার প্রকাশ–যা লজ্জাকর। ব্যবহারই তো তোমার ভূষণ দুর্ব্যবহার কখনও সমস্যা দূর করে না বরং বাড়তেই থাকে সমস্যা, পরিবেশ বিষাক্ত হয় একটা সময় তুমি একা বন্ধুহীন, স্বজনহীন, অতৃপ্ত কেউ থাকে না পাশে অসহ্য যন্ত্রণায় হাহাকার অসন্তোষের দাবানল সতত অনির্বাণ।