এক বৃষ্টি ভেজা শ্রাবন দিন
মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার)
কচুরি পানায় টুপুর টাপুর
পুষ্পক রথ ফুলবনে
মৌরলা পুটির ডিম ফোঁটা র
রূপালী বৃষ্টি উঠোন কোণে
ঘরের বউ পালিয়ে গেছে
কোন বৃহস্পতিবার ত্রেতা যুগে
ধূসর স্মৃতি বুনো মহিষ সেজে
হিমালয়ের পাথর ভাঙছে বুকে!
শ্রাবন মাসের দমকা হাওয়ায়
সুড়সুড়ি খায় হাজার তারা বসন্তে
উথাল পাথার নীল উপল পাক খায়
ইলিশ সরিষা পান মশলায় একান্তে!
ওই যে নদী বয়ে চলে ইছামতি কয়
বান্দিয়া উদাসী মন প্রাণ রাধিকায়
দুই তীরে বালুকা মাঝে অথৈ পানি
দেবা সুর যুদ্ধ ঢেউয়ে গরজায় অশনি
বুক কাঁপে ভয় হয় জড় সড় কাক মন
গান গাই হরে কৃষ্ণ বাঁচাও হে জনার্দন
বাউল আর ভাটিয়ালি সুর চড়ে গুণ গুণ
টুনি আর টুনির মা খায় তেলে ভাজা বেগুন
খিচুড়ির লোভ হয় সাথে চাই পণীর মশল্যা
ভালোবেসে ধোঁকা খেয়ে বুক ফালা ফালা
প্রেয়সীর পোষা মোষ শিং উঁচুয়ে গুঁতায়
বিনি সুতোর মালা গেঁথে শুই তেঁতুল পাতায়।
—oooXXooo—