মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘প্রাগৈতিহাসিক’ –
সাংবাদিক রুমা সাহা
মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প প্রাগৈতিহাসিক – সেই গল্পের মুল বক্তব্য ছিল একটি লোক, যার পায়ে ঘা আছে সেটা দিখিয়ে সে ভিক্ষা করে, এই তার পুজি এতে তার রোজগার হয়, তাই সে ঘা সারায় না।
আজ তেমনই এক ভিক্ষারীর দেখা হয়ে গেল ট্রেনে সেই ও ওই ভয়ানক ঘা নামক সৌভাগ্যের অধিকারী তার ঘা দেখে টপাটপ কতগুলো দশ টাকার নোট বেরিয়ে এল। ভাগিস ঘা টা ছিল।
কতো এলোমেলো কথা মনের ভেতর ঘুরপাক খেল, ওর ঘা টা তো সারানো যায় সুস্থ করা যায়, চিকিৎসা পেলেই ও সেরে উঠবে, সুস্থ হবে, আচ্ছা ও কি চায় না ওর সুস্থতা!!! নাকি এটাই ওর পুজি?!
আমরা কি সভ্য সমাজে বাস করি??! সভ্যতা কি এইভাবেই এগোয়!!? অনেক অনেক প্রশ্নরা ঝড় বইয়ে দিল মনে, তোলপাড় করা মন শুধুই এই উত্তর খুঁজেছে কে দায়ী ওর এই অবস্থার জন্য ও নিজে না এই সমাজ ??
—ooXXoo—