অচলেশ্বর শিব দর্শন
প্রেমাঙ্কুর মালাকার
অর্বুদা দেবী, দর্শন সেরে,
চারজনে আসি ফিরে-
কৌশিক বলে, ‘অচলেশ্বর,
যাবো শিব মন্দিরে!’
‘ওড়িয়া’ গ্রামটা, পেরোতেই কর,
তিনটাকা মাথা পিছু;
আবু পাহাড়ের, সমতল ভূমি,
চাষ-বাস হয় কিছু।
শিব মন্দিরে, ঢোকার আগেই,
শুনি গাইডের কথা ;
এক বানে রাজা, ঘি-চোর অসুর,
হত্যা করেন যথা।
অচলেশ্বর, শিব দর্শন,
করে আসলাম ফিরে ;
মহিষ-অসুর, পুকুরের পাড়ে,
ঘুরে দেখি ধীরে ধীরে।
গাইড ছোকড়া,বলে আমাদের,
গল্পকাহিনী খুলে;
পারিশ্রমিক, ওর হাতে দেই,
বিশ টাকা ধরে তুলে।
ছোট্ট ছোট্ট, ছেলে মেয়ে ধরে,
শোনাবে ওরাও কথা-
তোতাপাখি যেন, শেখা বুলি বলে,
কিছু তুলে দেই যথা।
—ooXXoo—