নিজস্বী সুখ
অসিত ঘোষ
ভাগ দিতে চাইলেও পাওয়া যাবে না
দাম দিতে চাইলেও নেওয়া যাবে না।
রক্তের সম্পর্ক নাই তবুও পাই
মনের স্বপ্নগুলো হারায় নাই
তাইতো ভাগ দিতে চাইলেও দেওয়া যায় না।
মাংসগুলো আমি খাব,হাড় গুলি তার
যেটা পারবো না খেতে দেব তারে।
আকাশ থেকে ঝরবে যেটা
কত সহজে পাওয়া যায় এই সুখ।
আগে কোনদিন জানতাম না
জেনেছি যখন দেবনা ভাগ।
ভাগ দিতে চাইলেও পাওয়া যাবে না।
–~০০০XX০০০~–