আঁধারে আলো
মৃনাল কান্তি বাগচী
অন্ধকারে ডুবে থাকলে পারেনা কেহ দেখতে,
আলোর কদর কতটা পারে তখণ বুঝতে।
আলো ছাড়া জীবনের কিবা আছে মূল্য?
মানবিকতা না থাকলে জীবন পশু তূল্য।
বাগিচায় ফুল নাথাকলে বাগানের থাকেনা বাহার,
কাজ না করিলে অনেকের জোটেনা আহার।
দুঃখ ছাড়া জীবন কখনো হয় না,
তবুও দুঃখকে কেহ জীবনে চাহে না।
অন্ধকার আছে তাই আলোর এতো কদর,
জীবনে মৃত্যু অবশ্যম্ভাবী কেহ নয় অমর।
আঁধার হটিয়ে জীবনে যখণ আসে আলো,
জীবন সুন্দর হয়ে সবকিছু লাগে ভালো।।।
———— +++++++ ———–