কৃষ্ণ গহ্বর
মৌসুমী মৌ
আকাশের মন আছে !
জলের বা মাটির !
ফুলেদের অথবা গাছের!
হয়তো আছে !
ঝরা পাপড়ির দলে মিশে …
হয়তোবা গাছেদের বিবর্ণ হলুদ পাতার ঘ্রাণে…
আচ্ছা পাখিদের ?
ওরাওতো একদিন মেঘ চিনে চিনে তবু উড়ে আসে l ডানার ক্লান্তি ঝরায় কঠিন প্রাচীরে …
এ সবই উদাসীন কষ্টের কথা l
এ সবই মন না বুঝে ওঠা ঝড়ের আগুন …
কুসুম যেদিন থেকে শরীর খুঁড়ে খুঁড়ে খুঁজে চলে মন ! বালির গভীরে এক আঁচলা জলের খোঁজে মরু বালকের মতো ! ঠিক তখনই জলের নোনতা স্বাদে জিভ পোড়ে…
অবিরাম জল ঝরে স্নেহের মায়ার প্রেমের l ভালোবাসার ফাগুন রেণু পুড়ে পুড়ে খাক হয় l
মন চেয়েছিলো পাখিদের নরম ডানা আকাশের প্রশ্রয়ে মেঘের ঠিকানা l শরীরে মাখামাখি চন্দনবন ক্রমশ হানাদারি থাবায় …
আফগানী শান্ত কঠিন চোখে সভ্যতার জমাট ছায়া l কুসুমের মন জ্বলে l পৃথিবীর অবশেষ আলোটুকু গিলে খায় মস্ত কৃষ্ণগহ্বর …
–~০০০XX০০০~–