—:: মায়াবী কীর্তন ::—
কবি : শ্রী প্রবীর ভৌমিক
বরফের স্তূপে চাপা পড়ে আছে
প্রাক্তন আলোড়নগুলি –
অন্বেষার মেধাবী ভ্রমণ, উত্তেজনা
চাপা পড়ে আছে হিম বরফের স্তূপে।
সে ছিল এখানে –
এখানে সে প্রতিটি সন্ধ্যায়
আকাশ প্রদীপ জ্বালত,
জেগে উঠত শান্ত সরোবর
এখানে সে গান গাইত রূপকথার
প্রিয় রমণীর জন্য তুলে আনত হলুদ অর্কিড।
অধঃপতনের আগে একদিন রাত্তিরে
এখানে সে সারা রাত প্রয়াত পিতার জন্য
কেঁদেছিল খুব।
প্রার্থনা করেছিল তার ব্যাধি থেকে
তরুণ সন্তান যেন মুক্ত থাকে।
এক বিহ্বল সন্ধ্যার অন্ধকার ছিঁড়ে
জেগে উঠেছিল কৃষ্ণা রমনীর হাত
তার হাতে মদ,
তার হাতে এক অসফল মানুষের হাড়।
আর্তনাদে জেগে উঠেছিল রাত্রির শৃগাল –
আজ শুধু ঘুম প্রার্থনার গান
শিল্পের সন্ত্রাস শেষে
নিতাই গায়েনের স্নিদ্ধ আর মায়াবী কীর্তন।
–~০০০XX০০০~–