” অক্সিজেন “
রণজিৎ মন্ডল
অক্সিজেন চাই, আমি বাঁচতে চাই,
অক্সিজেন চাই, দেশের মানুষ
মরতে বসেছে অক্সিজেনের অভাবে, অক্সিজেন দুস্প্রাপ্য, কোথাও অক্সিজেন নাই।
অক্সিজেন কি? অক্সিজেন খায় না মাথায় দেয়! অক্সিজেন দেখা যায় না,
কোথায় থাকে বোঝা যায় না, কিভাবে
মানুষকে বাঁচিয়ে রাখে তাও অনেকের
জানা নাই।
একটা ভ্রুণ মাতৃগর্ভে জন্মানোর মুহূর্ত
থেকে অক্সিজেন চায়,
সে যে এই পৃথিবী দেখতে চায়,
সেই শুরু আর শেষ যেদিন সে এই পৃথিবী ছেড়ে চলে যায়!
তবু আমরা অক্সিজেন কি জানি না, জানতে চাই না, কোথা থেকে কে বা কারা সৃষ্টি করছে অক্সিজেন কখনো কি জানতে চাই?
সৃষ্টিতে তো অভাব ছিল না তার,
ধ্বংসে সবাই খুজে ব্যাকূল যার,
আমাদের, জীবকূলের অজান্তেই সে
বাঁচিয়েছে যাদের, ধ্বংসের কারিগর তারাই!
বনে সবুজ নাই, নদীতে জল নাই, আকাশে মেঘ নাই, পাহাড়ের ঝরণাতেও গতি নাই,
শুধু উন্নয়ন আছে, পৃথিবীর এ প্রান্ত
থেকে ও প্রান্ত, সবুজ ধ্বংস, নদী খরাস্রোতার অংশ, বায়ুমন্ডল দুষিত,
ভূমি থেকে শূণ্য, সুমেরু থেকে কুমেরু
উন্নয়নের বিভৎসতায় বিপন্ন,
কোথাও কোন প্রশ্ন নাই,
কল কারখানার ধোঁয়ায় মানুষের শ্বাষ
প্রশ্বাষ বন্ধ, মুখ থেকে যে ধোয়া, কালি
বের হচ্ছে, সেটাও দেখার অবকাশ নাই।
মানুষ আজ উন্নত, বিজ্ঞান আজ উন্নত,
কারখানায় অক্সিজেন তৈরী হয়,
মানুষ আজ এতো ক্ষমতা লিপ্সু, অক্সিজেনের জন্মদাতা সবুজকে ধ্বংস করে দেয়,
মানুষ আজ এতো সভ্য, প্রাসাদের পর প্রাসাদ বানায়, শুধু ভোগ আর বিলাসিতায় সময় কাটায়, অক্সিজেনের উৎসকে স্তব্ধ করে দেয়, মানুষকে বাঁচাতে নয়, আরো চাই, আরো চাই,
সুখ, শান্তী, বিলাসিতা, আর কালো টাকা, আরো চাই বল্গাহীন ক্ষমতার রোশনাই!
তাদের জানা নাই, সৃষ্টি বেঁচে নাই, তাই
কারখানায় অক্সিজেন চাই!
নিরুপায় মনুষ্যকূল, আমি ও আমরা
আমাদের ভবিষ্যৎ অক্সিজেন পাবে না,
যদি কারখানায় উৎপাদন না হয়,
আমরা আমাদের ভবিষ্যৎ এইভাবেই মরবে অক্সিজেনের অভাবে,
কোথাও যে অক্সিজেন নাই,
কিন্তু আমি যে বাঁচতে চাই, হে ঈশ্বর
তুমি কি আছো? যদি থাকো এদের বলো, মানুষকে বাঁচাতে যারা পারে না,
তারা ক্ষমতা কেন চায়? শুধু মানুষকে মারতে ক্ষমতা চাই!
আমি তোমার কাছে তাদের বিচার চাই!
হ্যা বিচার, লক্ষ্য লক্ষ্য মানুষের জীবনকে যারা কেড়ে নিয়েছে, তাদের মৃত্যু দন্ড চাই!
–~০০০XX০০০~–