// বন্ধু গাছ //
✍ অনিমেষ চ্যাটার্জি
গাছে গাছে কত ভালবাসাবাসি
গাছে গাছে কত কথা,
রোদ ছায়া মাখা পাতার খেলায়
সবুজ এর বনগাথা,
কোথা শহর বা দূর কোন গাঁয়ে
যেথা পাই বসি সুনিবিঢ় ছায়ে,
চুপ চুপ চুপ অন্তর মাঝে
ক্ষণিকের নীরবতা,
মোর সনে গাছ কত কথা বলে
বন্ধুর আকুলতা ।।
–~০০০XX০০০~–