তিনিই পরমব্রহ্ম
পার্থসারথী চট্টোপাধ্যায়
এক এক্কে এক
অন্তরে তাঁর অসীম লীলা, নয়ন মেলে দেখ
দুই এক্কে দুই
দুঃখসাগর পার ক’রে চল প্রভুর চরণ ছুঁই
তিন এক্কে তিন
তাঁর করুণায় টুটবে আঁধার, আত্মা হবে লীন
চার এক্কে চার
পরশ পেলেই মুক্তি রে তোর, ঘুচবে অহংকার
পাঁচ এক্কে পাঁচ
আনন্দময় চিত্তস্বরূপ — তাঁর নামেতেই বাঁচ
ছয় এক্কে ছয়
চৈতন্যের পরম প্রকাশ ব্যাপ্ত জগৎময়
সাত এক্কে সাত
আত্মারামের অচিনপুরে তিনিই যে সাক্ষাৎ
আট এক্কে আট
মুক্ত প্রাণের প্রশান্তি তোর, সাঙ্গ সকল পাঠ
নয় এক্কে নয়
উড়িয়ে দে তোর উত্তরীয়, বল রে প্রভুর জয়
দশ এক্কে দশ
কালের অশেষ বিশ্রামে তাঁর চরণতলে বস।
–~০০০XX০০০~–