কর্ম ও জীবন – ০২
✍ মৃনাল কান্তি বাগচী
শিয়রে আসে যখণ মৃত্যুর পরোয়ানা,
তখণ আর মৃত্যুকে ভয় করে লাভ হয়না।
মৃত্যুকে মনে হয় তখন বড়ই আপন,
মৃত্যু বড়ই শাশ্বত ও চিরন্তন।
মৃত্যুতেই সমাপ্তি হয় জীবনের আসক্তি,
মৃত্যু বড়ই সুন্দর,মৃত্যুতেই হয় মুক্তি।
মৃত্যুর আগে থাকে জীবনের অনেক কাজ,
তাইতো জীবনে আছে এতো সাজ।
কর্মের দ্বারা মৃত্যুকে করা যায় জয়,
যিনি সেই কাজ করেন,তাঁরই অমরত্ব প্রাপ্তি হয়।
মৃত্যুর পরে নশ্বর দেহ যদিও হয় বিলীন,
সুন্দর কাজের স্হিতি হয়না কখনো লীন।
এই পৃথিবীতে যারা হয়েছেন মহান,
কাজকে তাঁরা দিয়েছেন সবার উপরে স্থান।
কর্ম ছাড়া জীবনের নেই কোন গুরুত্ব,
ভালো কাজের কদর রয়েছে সর্বত্র।।।
———— +++++++ ———–