আদম ইভ
✍ সুতপা বিশ্বাস ঘোষ
তোমার বাসন্তী রঙে রাঙিয়ে যায় মন,
পাগল করা মেঠোগানে মহুয়ার আমেজ,
নেশা ধরানো বাতাসে দ্রিমি দ্রিমি সাঁওতালি সুর,
যুগ যুগ ধরে মানব মানবী সাজে আদম আর ইভ ।
রিক্সার প্যাডেলে প্রাণপণ চাপ দিতে থাকে আদম,
তার মনেও কি জ্বালা ধরায় কোনও ইভ? সেও-তো আর এক
আদম ইভেরই সন্তান। তাকেও কি শিহরিত করে কোনও
বসন্ত বাতাস, প্রতিদিনের অভাব উপেক্ষা করে?
রাস্তার ধারে সারবাঁধা ঝুপড়িতে থাকে যে মানুষগুলো
জীবনভর স্বপ্ন দেখে, এক মুঠো গরম ডাল-ভাতের,
অথবা একটা টাটকা রুটি আর একটু তরকারির,
সেখানেও কি পৌঁছে যায় বসন্ত বাতাস, কোনও আদম ইভের সন্ধানে?
ষ্টেশন চত্তরে এক চিলতে জমিতে, মাথা গোঁজার ঠাই খোঁজে যে ভিখিরি,
ইতিউতি ঘুরে বেড়ানো পাগলীটাকে নিজের কাছে টেনে
আনে গভীর রাতে। পাগলীটা কি ইভ? নাকি লিলিথ?
এখানেও কি উন্মনা হয় বসন্ত? এখানেও কি আসে কোনও আদম?
কোটি কোটি ভুখা নাঙ্গা, অক্ষরজ্ঞানহীন মানুষ বোঝে না
বসন্তের মানে। ওদের বিনোদন চাপা পড়ে থাকে খাবারের
সন্ধানে আর সন্তান উৎপাদনে। হাতেগোনা বাকী কিছু মানুষের মনে,
হয়ত দোলা দিয়ে যায় দখিণা বাতাস, ফিরে আসে আদম আর ইভ।
–~০০০XX০০০~–