অহংকার
✍ রণজিৎ মন্ডল
কিসের এতো অহঙ্কার !
পৃথিবীটা অনেক বড়,
মিলালে সবার, যাদের
হিমালয়ের মত উচ্চতা
অহঙ্কারের সীমার, ভেঙে
পড়বে অজান্তেই সাক্ষী হবে
তুষার ধ্বসের ধংশ লীলার!
অনেক বড় হয়েছ, ডাক্তার, ইন্জিনিয়ার, অথবা ব্যারিষ্টার,
করেছ হয়তো অনেক আবিস্কার।
জানো কি? তুমি কে? কে করেছে
তোমাকে আবিস্কার?
তারা তোমার পরিচয়ের অযোগ্য
পিতা, মাতা, বয়সের ভারে অচল,
আধুনিকতায় অচল, তবু অবিচল,
ক্লান্ত, শ্রান্ত শরীরে দিনে একবার হলেও
খোজ নেয় তোমার !
তোমার অহংকার তোমাকে
করেছে নির্বিকার!
ওসব দায়, দায়ীত্ব, কর্ত্তব্য কিছু
বস্তা পচা শব্দের ব্যবহার,
দূরে সরিয়ে দেয় তোমার অহংকার।
মনে রেখো পিতা, মাতা, কিছু চায় না,
শুধূ দিয়ে যায়,
সমূদ্রের অগাধ জলরাশির মত
স্নেহ, ভালোবাসা,আর অতল
মায়া মমতার সংসার,
শুধু দিয়ে যায়, শেষ শয্যায় অনাড়ম্বর
শেষ যাত্রায়,
দিয়ে যায় সারাজীবনের সঞ্চয়,
ছেড়ে যায় সব অধিকার,
রয়ে যায় ভালোবাসার সংসার,
আর তোমার অহংকার !
–~০০০XX০০০~–