অবেলার গান
✍ ডঃ মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার)
অনেক দিন হল কোনো স্বপ্ন দেখিনা
মনময়ূরী স্বপ্ন বাসর ঘর অপ্সরা নারী
রামধনু রঙে নকশা ইচ্ছে প্রজাপতি ডানা
সোনার গাছে রুপোর ফল…
অনেক দিন হল দাঁত গুলি হাসতে ভুলেছে
এক সময় শরতের কদম গুচ্ছ ছিল হাসি
নৌকা বিলাস নবান্ন শ্যাম গানআড় বাঁশি
জানতাম না দুঃখ অশ্রুজল…i
মাটির ঘর খড়ের চাল মৌসুমী বাতাস
মাঠ ভরা শালুক শাপলা আর কাশ
বট তলা রাস মাঠ মাথায় নীলাকাশ
কোকিলের কুহুতান বৌড়ি পাখির গান
চিল কাক চড়াইশালিক লক্ষীভোগ ধান
শূন্য সব ইট পাথর কংক্রিট হাহুতাশ..
অনেক অনেক দিন ধরে…i
হৃদয়ের সব জানালা দরজাগুলি ঘিরে
মড়ার মতো গন্ধের বিষাক্ত বরফ স্তর
প্রেমের উষ্ণতা নেই সং নেই রং নেই
রোমান্টিক কবিতা ভেজা কবি কণ্ঠ..
রুদ্ধ বাক পরিহিত পরাজয় চন্দ্র হার
এমন মরুমায়া মরুশিক্ষায় স্তব্ধ দেশ
ক্ষুধা কাতর স্বার্থপর সম্প্রদায় বিদ্বেষ
লোভে বিভীষণ দেশ নায়ক কান্ডার
হাহাকার ভরা দেশে নব প্রজন্ম আসে
পদ্ম বীথি যুথি মহুয়া পলাশ ঘাসে ঘাসে
কান্না ভেজা মাটি বিপন্ন সুখের সংসার
–~০০০XX০০০~–