বসন্ত আগত দ্বারে
✍ মৃনাল কান্তি বাগচী
শীতের শেষে বসন্তের নবীন হাওয়া
দোল দিয়ে যায় মনে,
শিমুল, বকুল পলাশ শাখায়
ফুলের বাহার বনে উপবনে।
মন মাতায় রাতের রজনীগন্ধা
প্রেম পিয়াসী মনে,
বঁধুর সাথে মিলন আশায়
মন যেতে চায় প্রেমের কুঞ্জবনে।
প্রেমের কুঞ্জবনে ফোটে যখন
প্রেমের হরেক রকম ফুল,
মনের মানুষের সাথে মিলন পিয়াসে
মন করে সদা আকুল।
বসন্তের কোকিল এখণ ডাকছে
গাছের শাখায় প্রশাখায়,
গাছের নবীন সবুজ পাতার রঙে
মন হারিয়ে যায়।
বাঁধন হারা খুশীতে মন মেতে উঠবে
ফাগুয়ার রঙিন রঙে,
সেই আনন্দে মাখবে রঙ
একে অপরের সঙ্গে।
বসন্ত ঋতুরাজ ,কারো সঙ্গে
হয়না তার তুলনা।
প্রেমের মধুমাস বলে
কেউ তাকে ভোলেনা।
–~০০০XX০০০~–