“বর্ণের আক্ষেপ”
✍ সোমনাথ প্রামানিক
(আধুনিক যুগে শিক্ষা ব্যবস্থায় বাংলা বর্ণমালার বহু অক্ষর বা বর্ণ কে আর ব্যবহার করা হয় না, যুক্তাক্ষর এর পরিবর্তে সরলাক্ষর ব্যবহার করা হচ্ছে, তাই ঐ অ ব্যবহৃত বর্ণের আক্ষেপ কে কবিতা রূপে বর্ণনা করার প্রচেষ্টা।)
স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বর্ণমালার মূল্যবান অঙ্গ,
একে একে হারিয়ে যাচ্ছে কিছু সাঙ্গ পাঙ্গ।
নতুন প্রজন্মের শীর্ণকায় শরীর,
কেমনে সইবে আমাদের সূক্ষ্ম ভাষার তীর।
বিদ্বজনে ছাঁটছে মোদের অক্ষর,
কারণ – সমাজে নাকি বাড়বে অজস্র স্বাক্ষর।
যুক্তাক্ষর এখন নাকি বাড়তি বোঝা মনে,
সইতে হচ্ছে স্বজন হারা দুঃখ ক্ষণে ক্ষণে।
মহান রবি কত কবি লিখে দিতেন মেলা,
ঠিক ততটাই এখন সবাই করেন হেলা ফেলা।
বছর পঞ্চাশ আগে ভাষা আন্দোলন যবে,
অনেক শহীদ হয়েছিল যেন – বাংলা ভাষা রবে।
শতধিক তারে বলি যারা দিলো মোরে বাদ,
অপাঙ্ক্তেয় বলে তাদের করি – অভিসম্পাত।
গর্ব মোদের জন্ম দাতা,গর্বিত এই বাংলা,
নাম আমার চন্দ্রবিন্দু হারিয়েছি সাধের বর্ণমালা।
–~০০০XX০০০~–