“আশা”
✍ মৃনাল কান্তি বাগচী
আপন ভাবিয়া যাকে মানুষ করে ভরসা,
কখনো কখনো সে ভরসা মিছে হয়ে , হয় দুরাশা।
শুধু শুধু বিলাপ করে তাতে লাভ নাহি হয়,
যা হবার তাই হয়, বিধাতার যা থাকে অভিপ্রায়।
সুখেরও লাগিয়া দুঃখকে সবাই করতে চায় বর্জন,
অথচ সুখ না পাইয়া দুঃখকে করিতে হয় অনেক সময় বরন।
জীবন চলার পথে আশার পশ্চাতে থাকে ভরসার স্হল,
ভরসার স্হল শূন্য হয়ে গেলে,আশা হয়ে যায় নিস্ফল।
আশা আর ভরসা নিয়ে চলে মনুষ্য জীবন,
যতই আশা দুরাশা হোক,তারই মাঝে নতুন আশার ঘটে আগমন।
আশার মাঝে থাকে সুখের কামনা,
সুখ না পেলেও, আশাতো জীবনে থামেনা।
আশা আছে তাই জীবনে বেঁচে থাকার এতো আয়োজন,
আশা না থাকলে বেঁচে থাকাই নিষ্প্রয়োজন।।।
———– +++++++ ———-