“”””””””সেই আমি, এই আমি””””””””
✍ অমিতাভ মল্লিক অমি
কবিতার গা ঘেঁষে দাঁড়াবার দুঃসাহস কখনো ছিলনা
ষোড়শী ললনার কাঁচুলী ভেদের স্পর্ধা রাখেনি চোখ,
ছত্রিশবার পাঁক খেতে হয়েছে কালীমন্দিরের পিছে
চিরপরিচিতা পুষ্পিতার ছায়ায় তোৎলানো ছিল রোগ।
হ্যাঁ,আমি আমাকেই মেলে দিচ্ছি পূর্ণ কৈশোরসিক্ত মাঘে
তিরতির কাঁপা ছেঁড়া কলাপাতায় কীটের বিছানো জাল,
তুলিকার পায়ে আওয়াজের আগেই বুকের ভিতরে ঢিপ
ধুলোর আবরণে তিক্ত গোঁড়ালির অসময়ে কাটা তাল।
কালরোদ্দুরে বড় রাস্তায় কাঁঠালের তলে জোড়া খুনসুঁটি
ভ্যান রিক্সায় কস্মিন চেপে তার মুঠোয় পোরানো হাত,
লঞ্চে চেপে সারি বাঁধা দলে আঁড়ে রাখা চোখ চাওয়া
ভরজ্যোৎস্নার সাদা ফেনা মেখে ধারাজলে ভেজা রাত।
ভীরুতার দল খুলেছে আঁচল স্বদর্পে রাজপথ কাটা
আঁড়ে চাওয়া দিন কংস খাঁচায় দ্বারকায় ফেলে আসা,
মুষ্টিবদ্ধ হাত যেন আজ ফোঁড়ে কথা ও কাজের দর্পে
ইনিয়ে বিনিয়ে নাকিসুর ফেলে- দাপায় কর্কশ ভাষা।
–~০০০XX০০০~–