“শীত দুশমন অতি ! শুধু গরিবের প্রতি !”
✍ প্রেমাঙ্কুর মালাকার
গান্ডেরবালে শীতের জ্বালানি
জড়ো করে রাখা আছে-
কনকনে শীতে নয়তো কিকরে
গরিব মানুষ বাঁচে?
কাশ্মীরে যতো গরিব মানুষ
শীতে খায় খুব মার!
প্রচণ্ড শীতে কারোর ঘরেই
জ্বলেনা রুম হিটার।
তাই ঘরে ঘরে আগুন পোহায়
ওরা কাঠকুটো জ্বেলে;
তুষার পাতেই জবুথবু প্রাণে
কিছুটা স্বস্তি মেলে।
চিনার পাতার কাঠকয়লায়
কেউবা ‘শিকড়ি’ জ্বালে;
কিছু উত্তাপ তার থেকে মেলে
ভাঙা জীবনের পালে।
এমন করেই পাটকাঠি রাখে
বাঙলার পাটচাষি;
পাট বেচে টাকা, পাটকাঠি বেচে
অর্থে ফোটায় হাসি!
অরুণাচলের বমডিলাতেও
দেখি ‘বুখারি’র চল-
অফিসে অফিসে চিমনিতে ধোঁয়া
বেরুচ্ছে গলগল।
–~০০০XX০০০~–