“সেদিন ছিল, পঁচিশে জুলাই”
✍ কাকলি ভট্টাচার্য্য মৈত্র
ফিসফাস আওয়াজ
বাগানের কোনে, কলতলায়, জানলার পেছনে,
ছাদের সিঁড়িতে, চিলেকোঠায়…
আজকাল, বুকের ভেতরেও, মাথার ভেতরেও..
কবিতারা সব খায়, সব সব
…ফিসফাস আওয়াজেরা, ধীরে ধীরে কবিতা হয়ে যায়
যুবতী মেয়ের মতো।
….কিন্তু, কবিতা হয় না–
মনের মধ্যে, জমে থাকা ছাইরঙা বাদল মেঘ
নিম্নচাপের বৃষ্টি হয়ে ঝরে পড়ে,
কখনো কখনো,
একবুক দীর্ঘশ্বাসের বাতাস বয়ে যায়
কবিতারা সব খায়, সব সব
…..কিন্তু, কবিতা হয় না..
সেদিন বিকেলে,
বাগানের প্রত্যেকটা গাছে, কলতলায়,জানলার পেছনে,
ছাদের সিঁড়িতে, চিলেকোঠায়, বুকের ভেতর, মাথায়
এমনকি, দূরে ওই বটঝুরি নেমেছে যে গাছটায়…
কবিতারা হাসছে,খেলছে,দোল খাচ্ছে,
কখনো আনমনে, লাজুক চোখের চাওয়ায়
সব কবিতা,
কবিতা হয়ে গেছে
সেদিন ছিল, পঁচিশে জুলাই..
–~০০০XX০০০~–