“অমূর্ত”
✍ রুনা দেব চৌধুরী
না …. স্বপ্ন দেখিনা আমি,
যদিও ‘কল্পনাবিলাসী’ বিশেষণে ভূষিত আমি…
তথাপি –
ছেলেবেলা থেকে শুনে একটা ধারণা হয়েছিল যে,
মনের সুপ্ত বাসনা গুলি ই
স্বপ্ন হয়ে জীবন্ত রূপে আসে
আমাদের সুপ্তিতে।
তবে, তবে আমার কি ছিল অবচেতনে কোনো অভিলাষ ?
যে অভিলাষ আমার সুপ্তির অন্তরায় হয়ে
আমাকে কল্পনার জগতে
ভাসিয়ে নিতে চায় —
সেদিন যে তেমন ই হলো—–
চকিতে আমার খেয়ালে এসে আমাকে ভাসিয়ে নিয়ে গেলো কল্পলোকে….
যেখানে আছে খোলা আকাশ
আছে আদিগন্ত বিস্তৃত সবুজ বনানী
আছে ফুলেদের মেলা,
রঙীন প্রজাপতির বাহারি রং ,
আর আছিস তুই —
আমি যে তোকে ই সাথে নিয়ে
তেমন ই ‘কল্পনায়’ ভেসে চললাম
আবার ……….
–~০০০X X০০০~–
(কপিরাইট @ রামকৃষ্ণ রুনা)