✍ পার্থসারথী চট্টোপাধ্যায়
কবি পরিচিতি :- বর্তমানে মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজে বাংলা সাম্মানিক পাঠরত কবি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ছেলেবেলা থেকেই বাংলা সাহিত্যের প্রতি দুর্মর আকর্ষণ ছিল। যা কাব্য-কবিতা চর্চায় উদ্বুদ্ধ করে। লিখেছেন বহু সাহিত্যপত্রে। তাঁর প্রকাশিত একটি ছড়াগ্রন্থ (লিমেরিক 50) এবং দুটি কাব্যগ্রন্হ ( কেঁদে ওঠে প্রস্তরের চিতা, কয়েকটি সনেট) পাঠকমহলের প্রশংসা অর্জন করেছে। প্রকাশিতব্য ‘বুনোহাঁস জলপাই বনে’ কাব্যগ্রন্থ।
“বিশুদ্ধ বানর”
প্রসিদ্ধ শাখামৃগ মানুষের পূর্বপুরুষ
তখন নীলাভ গ্রহে সভ্যতা করেনি ভ্রমণ
ছিল না চুলের ফিতে, চকচকে জুতোর বুরুশ
স্পৃহার ভিতরে ছিল হানাদারী সে আক্রমণ।
নষ্ট ফলের লোভ মিটে যেত খুনোখুনি ক’রে
রক্তের তাজা ঘ্রাণে ঘুম ছিল পরিতাপহীন।
কালের বিবর্তনে সভ্যতা ফেরায় বানরে
রূপান্তরিত করে মানুষে – জানান ডারুইন।
ডারুইন সায়েবের গবেষণা সত্য তবুও
একুশ শতাব্দীতে কিসের বিবর্তন ফের
বাঁদরের জাদুবলে দিয়ে গেছে মানুষকে দুয়ো ?
ছুরি বোমা পিস্তলে টেনে রাখে ভেংচির জের।
নাগরিক অরণ্যে মুক্তোমালায় সাজে রাজা
লেজুড়ে আগুন বিনা নেড়ে যায় অহেতুক মাজা।
\
—০০০::XX::০০০—