একুশে ফেব্রুয়ারী
শহীদ ভাষা বিপ্লবীদের রক্তে
দুখিনী বর্নমালার জাতীয় মর্যাদা
মৌসুমী ঘোষাল চৌধুরী
************
পাচ হাজার বছর ধরে ফুপিয়েছে,
সিন্ধু কান্না।
ভাষার বুকে পিঠে একেছে কম্পাসের দিক বিয়োগ।
সূর্যের উকিসারে, আষাড়ের ঘন মেঘে
সবুজ মাতলা।
বাং লার ঢোলে ,বাং লা ভাষার
ষোড়শী জনপদ।
অপার বাং লার হাড়ে ,শিকড়ে
মায়ের দুধ।
বাং লা ভাষা ,আমার বাং লা ভাষা।
বাং লার আচলে রকমফের
মোমবাতি,
ঝিনুকের কন্ঠনালি।
কোথাও আশটে নদীর মাঝি মল্লার ,
কোথাও সবুজ ধানক্ষেত থেকে
হলুদ বসন্ত পর্যন্ত
মেয়ের বিয়ের পাকাকথা।
ভাষার অথৈ বিন্দুতে
এক চন্দন বৃষ্টির লেপ।
আদরে ভরিয়ে রাখে
শীতের শিশু থেকে
মধ্যাহৃ কিশোর
কিশোর থেকে
বিদেশের ভোরে যৌবন
বার্ধক্যের সম্রাটের কোল
এক বর্নিল পাত্রে।
বাং লা ভাষা ,আমার বাং লা ভাষা।
সকলের নাদিস্বরে
উজ্জল মন সকাল।
ভালোবাসায় পুরু পদ্মা ভাগীরথী।
সেদিনটা ছিল একুশে ফেব্রুয়ারী।
বাং লার যুবকেরা বাং লা ভাষার
পানিতে রেখে গেছে,
ঝাঝরা মৃত্যুন্জয়ী গতি।
সেদিন ক্ষত বিক্ষত ওষ্ঠে
মাতৃভাষা ফোপায়নি ।
কাদেনি মায়ের জঠর।
রেখে গেছে ক্লীবলিঙ্গের ঘাগরাতে
মাতৃত্বের অঘ্রান
ধানসিড়িটি।
বাং লা ভাষা ,আমার বাং লা ভাষা।
—oooXXooo—