একুশে ফেব্রুয়ারি
স্বপ্না নাথ
তখন আমি পঞ্চম শ্রেণী,
মাথার দুপাশে দুটো বেণী,
আজ সকালে যেন কিসের আগমনী!
উৎসাহে টগবগ প্রাণ,
যেতে হবে শিক্ষাঙ্গন,
আজ ভাষা দিবস, অন্তরের টান।
একুশে ফেব্রুয়ারি,
রক্তঝরা অতীতের সেদিন ভুলতে কখনো পারি!
স্মরণে আজ, পূজনে আজ, সবে অন্তর ভরি।
১৯৫২ সন,
বিশ্বের এক বিস্ময় উদাহরণ।
ভাষার জন্য আন্দোলন,
ভাষার জন্য জীবন পণ।
সেদিন ছিলনা জাতিভেদ,
একমুখী, এক প্রাণ, সকলে অভেদ,
জনসমুদ্রে গন প্রতিবাদ।
উর্দু নয়, বাংলা হবে রাষ্ট্রভাষা এই বাংলায়,
বিপ্লব বহ্নি শিরায় শিরায়,
ধুয়েছিল রাজপথ শত রক্তধারায়।
সেই আন্দোলনের পূর্ব পাকিস্তান,
স্বাধীনের তরে, পরে পরে কত, হয়েছিল বলিদান,
হায়! অর্জন করা বাংলাদেশ আজ, অবক্ষয়ের বান।
তবুও মানি, ক্ষণিকের তরে যতই নামুক সর্বনাশা,
সব বাঙালির ভালোবাসা, প্রাণের আশা,
প্রনমি তোমায় মিষ্টি মধুর বাংলা ভাষা।
—oooXXooo—