প্রেম দরিয়া
ড. মদনচন্দ্র করণ
নদীকে বাঁধবে? সে কি কখনও ধরা দেয়?
স্রোতের মতো প্রেম সুজান পথে চায়।
কোথা যায়, কোথা থামে, জানে না মাঝি,
তবু তার ঢেউয়ে বাজে হৃদয়-উজান বাঁশি।
চাঁদের আলো নদীর বুকে আঁকে নকশা,
তবু সে অধরা— কল্পনায় গাঁথা আশা।
বাঁশ বনচছায়ায় সে হারায় উচ্ছ্বাসে,
তোমারই প্রেমে বাজে মনের আভাসে।
নক্ষত্রের আলোয় আছে
বালি জ্যোসনা
এজীবনে হেরে যাওয়ায়
প্রেমে এলো বঞ্চনা!
আঃ!সে যে বিদ্যুৎ— মেঘমালা ফেলে চমক,
ক্ষণিক আলোয় ভাসায় স্বপ্নের সবক।
তীরে এসে স্রোত তার ফিরে চায় সাগরে,
অধরা সে প্রেম— এক বিরহের অমোঘ স্তরে ।
জলের ঘ্রাণে মিশে তার গভীর ব্যঞ্জনা,
শিশিরের সুরে বাজে গোপন মর্মকথা।
নদী যেমন অশেষ, তেমনই প্রেমিকা—
অধরা রহস্য, দিগন্তের আলোক রেখা।
তুমি কি জানো? হৃদয় ছুঁয়েও সে বারণ,
সে যে প্রেমের নদী— অন্তহীন আকর্ষণ।
তাকে বাঁধতে গেলে শুধুই হারিয়ে যাবে,
অধরা সে প্রেম— স্বপ্ন হয়ে বয়ে যাবে।
—oooXXooo—