উঠোনে এক মুহূর্ত
শ্যামাপ্রসাদ সরকার
******
ভাঙা ঢেউএ পরকীয়া ভাসে
রোজকার মাখন পাঁউরুটির মত
টিফিন বাক্স খুলেছি অভ্যাসে
কতবার রাগ, মান, উঠে চলে যাওয়া,
অজস্রবার আঙুলে সেফটিপিন ফুটেছে !
সবকিছু সয়ে গেলে বেশীদিন
কালশিটে পড়ে,
সব অভিমান ধুয়ে গেলে যদিও
টাটকা কদম দুখানি হাতে তুলি।
পরকীয়া ভেসে গেছে অপার ঢেউয়ে
লহমায় ছুঁয়েছি বুকের ভিতর হৃদয়,
দুটি হাত খেলা করে গেছে আদরের ছলে!
টিফিনবাক্স খোলবার পরে
খাবারের রহস্য নেই আর !