“আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি”
মৌসুমী ঘোষাল চৌধুরী
আমার ধ্রুবতারাওগো ঝিলামরাজ
তোমার মাধবীলতা আজো মেঘকন্যা।
বৃষ্টি ঝরে চোখে। ততটাই বারি নাভিতলে।
আজো সে অভিসারী, আলাপন।
ভেসে বেড়াই; তুমি ও যেন সাজা কাটো।
ফিরে আসো এই নদী, সাগর, পাহাড়, কৃষ্ণ কৃষ্টি মহোৎসবে।
যুগে যুগে, তুমি এসো। এসো হৃদয়ে, এসো বাঁধনে।
দেবো চরনে কুঞ্জ কানন, ছাতিম সদৃশ আঁশবতী মাতাল মন।
সম্পৃক্ত, করুন ও দুটো আশ্চর্য নগরী চোখে এ দুটো চোখ ভেসে গেছে।
ভেসে গেছে এই আঁখিতারা ঐ গরলে।
তোমার ঐ দুটো চোখ মন্দ করেছে, করেছে শ্যামলী যাপন।
উড়িয়ে মেঘলা আঁচল পরিচ্ছন্ন এমনি সন্ধ্যায় এ দেবদাসী ঘড়া;
প্রান রেখেছিলাম তোমার বক্ষস্থল গঙ্গা সাধনে।
লালন শাহের গানে, মধ্যযামিনী আমার এ শরীরের সুগন্ধী বাঁকে বাঁকে।
—oooXXooo—