তুমি বল রাক্ষস আমি তোমার দু চোখে দেখি দ্রাক্ষারস
মৌসুমী ঘোষাল চৌধুরী
তৃতীয় বিশ্বযুদ্ধের দানবায়নে
তুমি আমি নিশ্চুপ মিনিট সেকেন্ডের কাঁটা
তুমিও ব্যার্থ মৃত্যুদন্ড দিতে চেয়েছো সাহারায়
আর এদিকে আমিও হয়তো কিছুদিন বাকি
সারাদিন তোমার সাথে গল্পগাঁথা যেন দিগন্তরেখা
দুটো কাক ভিজে মনের ইস্তেহার।
মনে মন রাখা আমাদের সবুজ সুরে
নাইন ও ক্লক ফুলটি ফুটে ওঠে
ঠিক এই সময় আমি তোমার জন্য ওষুধ তুলে রাখি
শহরের তলায় শহরের শীতে তুলে রাখি গরম পোষাক
তোমার চশমার কাঁচ মুছে
তোমার ময়ূরাক্ষী দু চোখে
বেগম বাহার ইরিনা দেখতে পাই
—oooXXooo—
মৌসুমী ঘোষালের তুমি বল রাক্ষস…… কবিতাটি চমৎকারীত্বে ভরপুর। দারুন লিখেছেন।