ভাঙছে প্রেম, ভাঙছে ঘর, পরিবারের পরম্পর, হচ্ছে মানব আদিম নারী, হচ্ছে মানব আদি নর। এখন অনুসংসার, আমরা এখন স্বনির্ভর, নেইকো কোন মানা মানি, নেইকো কোন দায়ভার।
মন আর মননে বড় অনটন, যার ধনে ধনী হয় উত্তর জন, ঘরে ঘরে তারা হয় ব্রাত্য এখন।
অভাবের গেহে ছিল তবুও সুজন, ছিল কিছু ভালোবাসা ছিল পরিজন, মমতায় ভরা ছিল হৃদয়ের ধন।
ছিল মাসি, ছিল পিসি, কাকা, জ্যাঠা হাসিখুশি, ছিল ঠামি, ছিল দাদু, আদর তো হতো না বাসি।
শিশুর কান্না পায়, পারেনা বোঝাতে তার মন, অশ্রু ভরা চোখে শুধু বিলপন।
উষ্ণায়নের মতো এইতো জীবন, সুখ আর বৈভবের নেই উত্তরণ, সতত পিছনে ফেলি ধর্ম সনাতন।
রোধবে কে,ঠেকাবে কে, এ মহা ভাঙ্গন, ঘুন ধরা সমাজের লোভের আগুন, পোড়াবেই ক্রমাগত মানবতার ধন।
পিছু পানে যদি কখনো নয়ন, যদি অনুভব বিতায়মান, না হলে যে শুনতে হবে, ওই মহাকালের রোদন।