চে’ গুয়েভারা-কেই
-শ্যামাপ্রসাদ সরকার
এই যে দেখছ! এই দৃঢ়তম মুঠি
তোমায় উপহার দিলাম হে ভাবীকাল!
প্রতিটা দুঃস্বপ্ন হোক
আজ থেকে অতীত ইতিহাস!
আবার জেগে ওঠ! নির্ভয়ে!
হতাশার আর্তনাদ শুনেছি যে আজন্ম
কত নদী বয়ে গেছে আন্দিজ পর্বতের ঢালে
তারাও যেমন পিপাসার্ত হয়ে কেঁদে গেছে বঞ্চনায়
দেখেছে অসাম্য বাহুবলে তাদের চারপাশে
তোমার আমার.. প্রিয় সেই বিদীর্ণ গ্রহটিকে।
তাই আবার তোমাকে দিলাম প্রিয়,
সমস্বরে এক আগামী জাগৃতির ডাক!
নির্ভীক হয়ে বারুদের খাদ্যে আজ দেখ!
উড়েছে তোমার গায়ের জয়পতাকাই!
প্রিয় কবি, হ্যাঁ! হে! প্রিয়তম,
কবিতাই তো বিপ্লবের বাণী তোমার
আন্দোলন হোক তারই সহজিয়া ডাক!
দেখ, পশ্চিম আকাশ আজ
ছিঁড়ে ফেলেছে সেই দামাল ছেলেরাই
ঘোষণা করেছে তারা সমবেত হতে!
হে বিপ্লবী!
তোমার বিপ্লব চলুক আজকেও!
মগজ থেকে বরং সে নেমে আসুক হস্তাক্ষরে!
সাথে দামামা বাজুক নির্ঘোষে অবিরত,
আর বসন্তের বুকে জেগে উঠতে দাও
প্রজ্ঞার অশনি ও বজ্রপাতকেই!
—oooXXooo—