“শিল্পী ও শিল্পের
আকর্ষণ ও অনুভূতি”
রণজিৎ মন্ডল
——————————
কল্পনা থেকে শিল্পের জন্ম বা আবিষ্কার। বিভিন্ন শিল্পীর বিভিন্ন কল্পনা র রেখায়, রঙে, রসে, রূপে যে অনুভূতির বহিঃপ্রকাশ ঘটে তাহাই শিল্প বা শিল্প বস্তু।
সৃষ্টির আর এক নাম বলতে পারি শিল্প কারণ যে বস্তুই হোক যা মানুষকে আকর্ষণ করে ও মানুষের প্রয়োজনে লাগে তা অবশ্যই কোন একজন শিল্পীর সৃষ্টি বা সমস্টিগত সৃষ্টি।এই সৃষ্টি কিন্তু চোখ থেকে আসে না , আসে মন থেকে ও কল্পনা থেকে।
একটা ছন্দ ও মনের ভাব , অনুভূতি, রুপ, রঙ, রস ও গতি মনের কল্পনায় ছন্দিত হলে তবেই নন্দনীয়তা (aesthetic value) লাভ করে।
আমরা আমাদের চোখ দিয়ে যা দেখি সবকিছু কিন্তু মন ও হৃদয় দিয়ে দেখিনা । অথচ পৃথিবীর সব সৃষ্টির মধ্যেই একটা শিল্প বা শিল্পীর কল্পনা এবং তার কারুকার্য আছে। কে বা কারা সেই শিল্পী? বাহ্যিক ও আড়ম্বরপূর্ণ দৃষ্টিতে আমরা অনেক দেশের অনেক শিল্পী ও তার শিল্পী সত্তার অবদানের কথা শুনেছি ও দেখেছি।
চীনারা নিসর্গ চিত্র বা ল্যান্ডস্কেপ অবলম্বন করে আত্মিক উপলব্ধি ও আত্মিক আবেগের প্রকাশে অতুলনীয় সিদ্ধি অর্জন করেছেন আবার ইউরোপে স্বভাবানুগত প্রতিকৃতি বা পোট্রেট রচনা র চরম উৎকর্ষ দেখা যায়।
কিন্তু ভারতীয় শিল্পপদ্ধতি মানব বা মানবেতর প্রাণীদের রূপকে প্রতীক করে ও প্রকৃতির সৌন্দর্যকে ও যে কোন মানবতার প্রাচীন মূর্তিকে ও তার রূপকে প্রতীক করে গভীর অধ্যাত্ম- অনুভবকে অনুভূতির শীর্ষে পৌঁছে দিয়েছে কে বা কোন শিল্পী?
ধরুন একটি প্রকৃতির সৌন্দর্যকে আমরা অনুভব করি চোখে দেখে, কিন্তু হৃদয়ের অনুভূতি দিয়ে নয়! একটা বা দশটা গাছ দেখেও তার সৌন্দর্যের বিবরণ দিতে পারব না কিন্তু একটা শিল্পী তার তুলির টানে সেই গাছ গুলিকে আলাদা আলাদা রূপ দিয়ে আরো সুন্দর করে তুলতে পারে। ঠিক তেমনই যদি একটি শিব মূর্তি ও বুদ্ধ মূর্তি যদি দেখি , তার সৌন্দর্য ও তাৎপর্য কী বুঝতে চেষ্টা করি কিন্তু শিব মূর্তি ও বুদ্ধ মূর্তি যে কতটা ঘনীভূত ধ্যানের মূর্তি কোন এক সাধারণ ব্যক্তি বিশেষের মূর্তি নয় তাই বুঝতে পারি না। নটরাজ মূর্তিও তদ্রুপ একটি বিশেষ মুহূর্তের মূর্তি।
সমস্ত বিশ্ব সংসার যে ছন্দে বা যে গতিতে এক শান্তির কেন্দ্র থেকে প্রসৃত হয়ে পৃথিবীতে ফিরে ফিরে আসছে তার মূলে এক অদৃশ্য শিল্প শক্তি ও ভাবনার প্রকাশ যা আমাদের চোখ দিয়ে দেখি, হৃদয় দিয়ে অনুভব করি, পরিশেষে আকর্ষণ ও অনুভূতির স্পর্শ লাভ করি অদৃশ্য শিল্পী ও দৃশ্য শিল্পীদের কল্পনায় ও তাদের অবদানে।
এই অলৌকিক অবদানের রহস্য অবশ্যই কোন অলৌকিক শক্তির যাকে আমরা ঈশ্বর রূপে বিশ্বাস করি আর লৌকিক শিল্পী আমাদের ঘরে বাইরে প্রতিনিয়ত তাদের শিল্পী সত্তার জন্য আমাদের কাছে সমাদৃত।
—oooXXooo—