বাংলা ভাষা আমার
ড. মদনচন্দ্র করণ
অধ্যাপক
বাংলা আমার শৈশবের আলো,
মায়ের কণ্ঠে স্নিগ্ধ শুভ্র মালো।
কচি অধরে যে ভাষা ফুটে,
শিশির ভেজা বকুলের মতো ঝরে।
এই ভাষাতে কোকিল গায়,
বসন্তের হাওয়া সুর বয়ে আনে,
দোয়েলের কণ্ঠ ছুঁয়ে যে সুর,
ভোরের রোদে কুয়াশা টানে।
গিরি-সিন্ধু-মরু বনভূমি,
বাংলার ভাষায় বাজে রাগরাগিণী।
ধানের শিষে কাঁপে যে শব্দ,
জোছনায় লেখা সোনালি কবিতা।
খেত-খামারে কিষাণের গান,
সাগর গর্জে উড়ায় তুফান।
এই ভাষাতে ঝরনার ছন্দ,
পাহাড় গায়ে আঁকে জলছবি।
এই ভাষাতে বিদ্রোহের আগুন,
নজরুলের রণ-শঙ্খ ধ্বনি।
এই ভাষাতে কবি রবি,বিশ্ব জয়ীর
মানবতার শুদ্ধ বাণী।
ধর্মের বেড়া, জাতের বিভেদ,
কোনো কিছুতেই থামেনা সে,
বাংলা ভাষা আমার প্রাণ,
নীলাকাশে আঁকা চিরতরুণ গান!
—oooXXooo—