কলম-চাষা
বাসুদেব চন্দ
এক ছিলিম গাঁজা দিতে পারো;
সেবন করে দেখতাম,
শক্তি সঞ্চয় করে
সোজা হয়ে দাঁড়াতে পারি কিনা
চট্টোপাধ্যায়কে ধরে!
আচ্ছা বেশ, অন্তত এক পেগ রাম যদি দিতে পারো,
ঘাম ঝরিয়ে একটু যেত চেষ্টা করা,
ঋত্বিকের মেঘে কী করে ঢাকা পড়েছিল
প্রকাণ্ড এক সুপ্রিয়া-তারা!
সুরা যোগে সু নীল হল যখন
তখন শরীর মাটিতে গড়ালেও
কলম হতো না নত,
দৃঢ় হতে আরও দৃঢ় হাতে
লিখে দিয়ে গেল-
এক সুনীল আকাশ
শুধু নীরার জন্য!
ওঁরা রত্ন;
গাঁজা-সুরা-মদ এসব বড় কথা নয়,
বড় কথা হল
প্রতিভার প্রতি যত্ন!
তাই অবশেষে
ছবি থেকে ‘কবি’ এসে
দুহাতে জড়ায়ে শেষে
বলে গেল মৃদু হেসে
‘দুখিরাম সুখে থাকে
বিঘে বিঘে জমি চষে’!
—oooXXooo—