” ধুলার পরে “
রণজিৎ মন্ডল
পাতাঝরা দিনের শেষে
একলা আছি বসে।
চেয়ে দেখি পথের পানে,
ফিরছে ঘরে অন্ধ পথিক
ঘরের টানে।
পথ চেনানোর লাঠিটা তার
সঙ্গী জানে, ফেরায় ঘরে শেষে!
ঝরা পাতা ধূলোয় মিশে,
আমায় যেন বলছে হেসে,
ভাবছো কি আর অমন করে
তুমিও আমার মত যাবে ঝরে,
কানা খোড়াও যাবে তরে,
মিশবে যবে ধূলার পরে।
গান গেয়ে যাই আপন মনে,
ঝরা পাতার কান্না শুনে।
মনে বড় দূঃখ জাগে, অশ্রু
আসে চোখের কোনে।
অন্ধকার নামে ধীরে, আসে না
সব নজরে,
ফিরব আমি কেমন করে এই
আঁধারে।
হঠাৎ এসে চরন পরে,
একটি পাতা পড়ল ঝরে,
ধরনীর সেই ধূলার পরে।
এমন করেই একে একে সবাই
এসে মিশবে জানি,
কেউ বা আগে কেউ বা পরে।
শুধু নয় অন্ধ পথিক, শুধু নয়
ঝরা পাতা,
রাজপ্রাসাদেও থাকলে পরে
মাটিতে তার আসন পাতা,
সময় হলে থাকবে শেষে
ধরনীর ধূলায় এসে,
রাজা, উজির, কৃষক, মজুর
মিলে মিশে ,
এই ধরনির ধুলার পরে !
—oooXXooo—