ঘুঘু পাখি
ড. মদনচন্দ্র করণ
(সজনে খালি,পাখিরালা সফরে গিয়ে লেখা, ডিসেম্বর, বড়ো দিনের ছুটি, ২০২০, চারদিকে করোনার উৎপাত, সেইসময়!)
ঘুঘু পাখি ডাকে গোধূলি লগন,
মনের কোণে বাজে তার সুরভি রাগিণী।
কেন যে এমন মধুর ভাষায়,
ডাকে সে কারে, কাহার স্বপ্নে বুনে গান!
তৃণভূমি, শস্যক্ষেত্র, ঝোপের কিনারে,
মৃদু পাখার নীরব নৃত্যে খেলে।
জীবনের পাঠ, প্রেমের ইশারা,
অন্তর মাধুর্য ভরে তোলে চুপিসারে।
দুটি ঘুঘু বসে শিমুল শাখায়,
চোখে চোখে কথা, হৃদয়ে ছায়া।
মানবও কি এমন সখায় সখায়,
বাঁধে না প্রেমের গোপন মায়া?
তবু ঘুঘুর বাসা আজ উজাড় করে,
নিষ্ঠুর মানুষ ভুলে যায় তার মর্ম।
তবু সে ডাকে, তবু সে গায়,
শান্তির বারতা ছড়ায় আঁধারের স্বপ্ন।
হে ঘুঘু, তোর সুরে মিশে যাই আমি,
তোর ডানার নীলে পাই মুক্তির আলাপন।
তোর প্রেমের মন্ত্রে ধুয়ে যাক সব দুঃখ,
শান্তি নেমে আসুক পৃথিবীর অঙ্গন।
—oooXXooo—