চশমারকাঁচ,ক্ষয়েহবেবরবাদ?
জীবনেছাড়েন,কাগজপড়ারসাধ,
প্রেমাঙ্কুর মালাকার
কে কতো কৃপণ?গল্প চলছে,
এক চলন্ত ট্রেনে-
হাড় কঞ্জুষ! কৃপণ কাহিনী,
একে একে আনে টেনে!
যাত্রী বললো, কৃপণ লিখতো,
ছোট ছোট হরদম-
এতেই কাগজ, কালি আর ‘নিব’,
খরচ হতোযে কম!
দ্বিতীয় যাত্রী, বলে কৃপণের,
ঘড়িযে বন্ধ রাতে-
এক ব্যাটারিতে, ঘড়িযে চলবে,
যুগ যুগ একসাথে!
তৃতীয় যাত্রী, বলে কারো নেই,
আদর্শ কৃপণতা!
আমি মনে করি, কৃপণ নয়তো!
এঁরা মিতব্যয়ী যথা!
আমার কৃপণ!চশমার কাঁচ,
ক্ষয়ে হবে বরবাদ?
সারা জীবনের, জন্যে ছাড়েন,
কাগজ পড়ার সাধ!
—oooXXooo—