উন্নয়ন চলছে
সুমান কুণ্ডু
তখনকার দিনের গান –
জড়োয়ার ঝুমকো থেকে একটা মোতি
এখনকার দিনের গান –
বাদাম, বাদাম, কাঁচা বাদাম।
তখনকার দিনের সিনেমা –
মৌচাক, সবার ওপরে
এখবকার দিনের সিনেমা –
রামার বৌ, নিয়ে গেল বামা।
তখনকার দিনের যাত্রাপালা –
নটী বিনোদিনী, মা সারদা
এখনকার দিনের যাত্রাপালা –
বৌয়ের মাথার সিঁদুর, খেয়ে গেল ইঁদুর।
তখনকার দিনের নাটক –
টিনের তরোয়াল, সাজানো বাগান
এখনকার দিনের নাটক –
বাবা কেন চাকর।
তখনকার দিনের টিভি সিরিয়াল –
তেরো পার্বণ, কলকাতা- কলকাতা
এখনকার দিনের টিভি সিরিয়াল –
ক্ষ্যাপা বউ কি কারও একার।
তখনকার দিনের খাবার –
পায়েস, পোলাও
এখনকার দিনের খাবার –
বার্গার, বিরিয়ানি।
তখনকার দিনের খেলা –
দাবা, ক্যারাম
এখনকার দিনের খেলা –
পাবজি, WWF (ছেলের ঘাড়ে মেয়ে)।
তখনকার দিনের পরীক্ষা –
রচনা লেখ – “বর্ষাঋতু” – ২০ নন্বর
এখনকার দিনের পরীক্ষা –
বর্ষা কবে আসে কবে যায়? – টিকমার্ক – ১ নম্বর।
তখনকার দিনের কবিতা –
বিদ্রোহী, বীরপুরুষ
এখনকার দিনের কবিতা –
শিবের ত্রিশূলে কিসব পরানো!
তখনকার দিনের হেডমাস্টার –
ধুতি পাঞ্জাবী
এখনকার দিনের হেডস্যার –
জিন্স, বারমুডা।
তখনকার দিনের এন্টারটেইনমেন্ট –
প্রেক্ষাগৃহে চলচ্চিত্র, থিয়েটার
এখনকার দিনের এন্টারটেইনমেন্ট –
ফেসবুক, নেটফ্লিক্স।
তখনকার দিনের বিদ্যালয় –
বেতের বাড়ি, সঙ্গে ওঠবোস
এখনকার দিনের স্কুল –
শিক্ষক মারলে, স্কুল ঘেরাও।
তখনকার দিনের নেতামন্ত্রী –
স্টিক টু ওয়ান পজিশান
এখনকার দিনের নেতামন্ত্রী –
নাই বা বললাম।
“চুপ”।
—oooXXooo—