পাশ ফেল বিষয় প্রসঙ্গে মনের ক্যানভাসে ফুটে ওঠে জাপানের হিরোশিমা – নাগাসাকি। কেননা সদ্য আমার ঘুরে আসা সেখান থেকে। একে ক্যানভাস না বলে, আয়না বললেই বেশি বলা হয়। আয়নায় ঘটে আলোর প্রতিফলন। এমনকি ভেঙে টুকরো টুকরো করে দিলেও সে আলো বিচ্ছুরিত হয় প্রতিটি টুকরো থেকে।
প্রতিস্পধী অহংকারী শক্তি আণবিক বোমার আঘাতে হিরোশিমা – নাগাসাকিকে টুকরো টুকরো করে দিলেও তার জীবনকে চিরতরে ফেল করিয়ে দিতে পারেনি। স্বমহিমায় পাশ করেছে সে জীবন। প্রতিটি টুকরো আজ চরম উন্নতির পরম নান্দনিক সজল হাসিতে উজ্জ্বল। কে বলবে এই সেই মাটিতে মিশে যাওয়া হিরোশিমা – নাগাসাকি? সবুজের ও কংক্রিটের নন্দনকানন আজ। জীবন ও যাপন সভ্যতার জোছন স্নিগ্ধতা। সারা বিশ্বে তাইতো আজ বন্দিত। পরম পাশ তো একেই বলে।
এক পৃথিবী আম্রপালি শুভেচ্ছায়,