পাখী
স্বপ্না নাথ
নিদ্রা ভাঙ্গায় ভোরের পাখি,
সাতসকালে প্রথম ডাকি,
ওঠো ওঠো ওই যে দেখো,
রক্ত রবির রঙিন আঁখি।
অম্বরে তার মেলি ডানা,
তীরের ফলার আলপনা,
কে শেখালো অমন চলা,
বিশ্বরূপের ছন্দ বোনা!
নদ নদীতে খালে,বিলে,
দলে দলে জলকে চলে,
অনন্তর এই প্রভাত উড়ান,
অশন যে তার মৎস্য কুলে।
নেইকো সময় নষ্ট করার,
অলস ঘুমের কলস ভরার,
কায়িক শ্রমে জীবন চলে,
রোজ বহনে ডানার সে ভার।
বৃক্ষ শাখায় অস্থায়ী ঘর,
মা তা দেয় ডিমের পরে,
পুরুষ পাখি সজাগ চোখে,
বিপদ থেকে রক্ষা করে।
ঝড় ঝাপটা বাদল দিনে,
উড়ায় শাবক ,উড়ায় নীড়,
ডেকে ডেকে দিনের শেষে,
বক্ষে বেঁধে শোকের সে তির।
পক্ষী শাবক উড়তে শেখে,
মায়ের পাশে পাশে থেকে,
সময়ে সে স্বাধীন হবে,
মেলবে ডানা অন্তরিখে।
সন্ধ্যাকালে কুলায় ফেরে,
দিনের শেষের কর্মযোগে,
জন্ম থেকে মরণ যেমন,
বিদায় বেলার অস্তরাগে।
—oooXXooo—