খই দই চিড়ে মুড়ি কবরী কলা আর নেই সব শেষ ! খাঁ খাঁ করছে ধূসর ফাঁকা মাঠ আম জাম কাঁঠাল পেঁপে নেই বছর বছর বুল বুল আইলা ঝড় নদীর বাঁধ ভাঙ্গা লোনা জল এযেন অদ্ভুত এক অভিশাপ ! নদনদীমাতৃক দেশ সুন্দরবন একটু গাঢ় জঙ্গল একটু জনপদ নদীর বুকে একদিন ছিল অগণিত হাঙ্গর কুমির মাছ কাকড়া সরীসৃপ হেতাল গরান গর্জন গেওয়া অরণ্য সুন্দর গাছ পালা অরণ্য সুন্দরবন বৈশাখে শশা মিঠা শোল মাছ আম জস্টির পাকা ফল ডাংগুলি গাদন আষাঢ়ে কাঁঠাল আর ভাদ্র পাকাতাল আশ্বিনে অম্বিকা পূজা কার্তিকে কালিকা অঘ্রানে পার্শ্বে রাস নৌকা বিলাস রাধিকা পৌষে নবান্ন পিঠে পুলি পলাশ মহুয়া বসন্ত চৈত্র শিবের গাজন ঝাপান আনন্দ অফুরন্ত দুঃখে পালা নারায়ণী পূজা ইতু ভাই ফোঁটা কত দুঃখ কত দুঃখ মানুষের পরোপকাতিতা
এমন সুন্দর দেশে মাটির কুড়ে কুড়ে ঘর … দুঃখে সুখে বেশ ছিল গ্রামের সব ঘর সংসার বাঁধ ভাঙ্গা জল ঝড় খরা উদ্যত বহু বন্দুক ভেবো নাকো আমায় মস্ত এক কুনো নিন্দুক ! প্রকৃতি প্রতিশোধ নিতে চায় হোটেল রিসোর্ট আর ইঞ্জিনের সাথী লুট পাট অধর্ম ব্যভিচার সাগরের জল যেন গলিত লাভার বিধ্বংসী ঢেউ সমুদ্রের সাথী নদী উপত্যকার সাথী অরণ্য আর হাঙ্গর কুমির মাছ ঝড় বাদলার লীলা ভূমি প্রকৃতি বিপর্যয় যেন স্বামী হারা সহমরণ যাত্রী কুলবালা অনন্ত সলিল সমাধি রচনায় সে যেন কুল নাশিনী অনন্ত অব্যক্ত বেদনার গহন আর্তনাদ বিপর্যয়! এ বিপর্যয় নেমে এসে শিল্প সভ্যতার অপমৃত্যু হবে মানবতা র ডাক বলে দূষণ হল বিনাশ সংরক্ষণ কর বাঁচাও গাছ লবনাম্বু গাছ বাঁচাও নদী কূল ভাগ অরণ্য বাঘ মামা শেয়াল ভাগ্নে ইদুর বাঁদর কুমির মাছ হাঙ্গর সব নদী সব প্রাণী সব গাছ গাছালি বিধাতার সংসার কবির মনে রেখো দাও ফিরে সে অরণ্য লহ এ নগর!