দেশনায়কের জন্মদিনে
নেতাজি
দীননাথ চক্রবর্তী
বীর তুমি তেইশে জানুয়ারী
আমার শিশুমনের ভগবান ,
ঠাকুর ঘরের মায়ের গোপাল
হৃদয় মনের নন্দ দুলাল
আমার ভগবান ।
তুমিই পতাকা তেরঙ্গা
তুমিই বন্দেমাতরম্ ,
আমার মুষ্টিবাহুর জয়হিন্দ
চলরে চল আজাদ হিন্দ
রক্ত দাও নওজোয়ান ।
তুমিই ভারত স্বাধীনতা
কদম কদম বড়ায়ে যা ,
মাতৃভূমি জন্মভূমি সাধনভূমি একতা
সাম্য ঐক্য মৈত্রী মুক্তি ভারত বিধি বিধাতা
যুগনিধি ভগবান।
—oooXXooo—