এক অঙ্গে এত রূপ
সুপর্ণা দত্ত
আমায় পায়ে পিষে চলে যেও না,
আমি যে এক অবলা নারী!
শতকষ্টেও সংসার ডিঙ্গির হাল টেনে যেতে পারি।
জীবন ডিঙ্গিকে আমৃত্যু বয়ে নিয়ে যেতে পারি।
আমি যে অবলা এক নারী।।
আমাকে অবহেলা কোরো না,
কষ্ট সহ্য করতে করতে দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়,
অত্যাচার আর নিপীড়ন যখন ওঠে চরম শিখরে-
প্রতিবাদ করি আমি প্রতিটা অক্ষরে অক্ষরে।
তখন আমি হয়ে উঠি এক প্রতিবাদী নারী।।
তাই বলে তখন আমাকে বোলো না বারাঙ্গনা,
আমার আত্মসম্মানে কোরো না কখনও আঘাত,
সতী,সীতা,সাবিত্রী, দময়ন্তী, অরূণ্ধতীও ছিলেন নারী,
পঞ্চকন্যা জানি তাদের, তাঁরাও ছিলেন সতী নারী।
বাঁচাতে নারীত্ব নিজ প্রাণ বাজি রাখতেও পারি।
তাই বলে আমাকে দুর্বল ভেবে আঘাত কোরোনা,
ভুলে যেও না ঝাঁসীর রানী, প্রীতিলতা,মাতঙ্গিনীর কথা,
আমি তাদের দেশেরই ছোট্ট একটি গাঁয়ের মেয়ে
বুকে স্বাধীনতার প্রবল আকাঙ্খা নিয়ে লড়তে পারি।
কারণ আমি যে এক বীরাঙ্গনা নারী।
—oooXXooo—