“মায়ের আগমনে”
রণজিৎ মন্ডল
মায়ের আগমনে আনন্দ মন
বনে,
দুলিছে ঘনঘনে, শুভ্র কাশ বনে।
মাতাল হাওয়া যেন নরমে গরমে,
ঝরিছে ঝিরিঝিরি, গরজি ক্ষণে ক্ষণে
বাদল মেঘ সনে!
আকাশে বাতাসে নতুন আভাসে
মাতিছে শুভ্র মেঘ মাঝে পাখিরা
কি আশে?
আসিয়া দেখ মা, তোমারি পরশে
শরতের বরষে তোমার চরণতলে
জীবকূল হাসে।
সবুজ পাতাতে গাছেরা বনেতে, নিস্ম
ভিখারি আপন মনেতে, কুবেরসম ধনী রহিছে সংশোধনে,
বিত্ত করিছে কত না নৃত্য,
শুকাইছে যারা মৌন আছে তারা, সময়
ভরসে,
প্রকৃতির শোভা যেন বাড়িয়া কমিছে,
তোমারি আগমনে,
আজও ক্ষণে ক্ষণে দুষণে দুষণে,ভরা যৌবনে হতাশা নয়নে,
কাঁদিছে জীবকূল রোগভোগ সনে, আসিয়া লও মাগো তোমারি নিয়ন্ত্রণে!
ফিরিয়া গেলে তুমি নিস্ম হবে ভূমি,
নিস্ম জীবকূল হইবে পরভূমি, সার
অসার সবই একাকার, পাপি
তাপি হবে সবাই যে পার, পড়িয়া রবে
মাগো অবহেলায় তুমি,
নয়তো ভাসিয়া যাবে মহা সাগরে,
অতি অনাদরে, কাঁদিয়া রবে দূরে
মহাদেবের সনে শুভ্র মেঘসনে পবনে,
রহিবে সবই অপেক্ষায় পড়ে, শরতের
ঐ শুভ্র কাশ বনে।
—oooXXooo—