আমার লাগানো ছোট্ট বকুল চারা
-প্রেমাঙ্কুর মালাকার
ষোলো বৎসর চাকরি করেছি,
সল্টলেক ইস্কুলে –
কত রকমারি গাছ লাগিয়েছি,
বাড়ি থেকে এনে তুলে!
অশোকনগর স্টেশনের থেকে,
তুলে ‘সুবাবুল’ চারা;
ইসকুল মাঠে পাঁচিলের ধারে,
গাছ লাগিয়েছি সারা!
‘সুবাবুল’ গাছ দ্রুত বেড়ে ওঠে,
অতি বৃদ্ধির ঢল –
পাঁচিলের কাছে ‘সুবাবুল’ গাছে,
বাড়ে ক্রমে জঙ্গল!
ইসকুলে চলে বৃক্ষরোপণ,
বিশাল যজ্ঞ-শালা;
সেই উৎসবে বন-দফতর,
দেয় নানা গাছপালা!
সোমা সরকার তখন আমাকে,
অনুরোধ করে ডেকে –
“বকুল গাছও স্যার লাগান না,
খুঁজে এনে কোথা থেকে!”
খুঁজতে হয়নি বাড়িতেই ছিলো,
টবেই বকুল চারা;
যত্নে লাগাই তারে ঘেরা-টোপে,
অকালে না যায় মারা!
তুলসী কে ডেকে রোজ সেই গাছে,
সকালে দিতাম জল-
অকালে মরেনি গাছ বেড়ে চলে,
সযত্নে অবিচল!
দু’হাজার সালে বদলি হয়েছি,
গিয়েছি দুর্গাপুরে ;
ইসকুলে এলে বকুল গাছটা,
দেখে গেছি ঘুরে ঘুরে!
কাল শনিবারে ইসকুলে যাই,
সব ঝিলিকের সাথে –
বিস্ময় মনে পরিবর্তনে!
বিভ্রম আঁখি পাতে!
ইসকুল মাঠে বিশাল ছাউনি,
উচ্চতা যার মেলা;
ছাত্র-ছাত্রী প্রার্থনা করে,
আজকাল ভোর বেলা!
কেউনা পালায় পাঁচিল টপকে,
তারের চক্রব্যূহ-
আমার লাগানো বকুল এখন,
সুবিশাল মহীরুহু!
ছবি তোলালাম বকুলের তলে –
আমার অতীত স্মৃতি;
গাছের পরশে হৃদযঙ্গম!
ওর বুকে প্রেম প্রীতি!!
—ooXXoo—