বসন্তের আগুন
রণজিৎ মন্ডল
বসন্ত এসেছে মনের বনে, লালপলাশেরঅঙ্গনে,
কোকিলের কুহু কুহু গানে।
বসন্ত কি জানে ! কত ফুল ফোটে, কত ফুল ঝরে চিরতরে এই ফাগুনে!
কত মন জ্বলে পুড়ে মরে ফাগুনের বসন্ত আগুনে!
হোলির খেলায় মাতে যৌবনে,
আজ বাদে কাল যার রন্ধ্রে রন্ধ্রে,
ভরে যাবে ঘুনে!
হাজার ডাকেতে,রাত্রি নিশিথে স্বপ্নের বাসরে রাত জাগা আসরে বসন্ত ফিরে আসবে না মনে!
কত ফুল, কত পাতা, কত যৌবন হয়েছে খুন।
বসন্তের দোলায় রাঙা হয়ে রঙের আবিরে মিশে গিয়ে হতাশার আগুন।
বসন্ত আসবে বসন্ত যাবে, জ্বলবে, পুড়বে বসন্তের ফাগুন অষ্টাদশির যৌবনে।
ছলনা শুধু প্রেমের, ভালোবাসার,
আঁকা বাঁকা যৌবনের সিড়ির ধাপে ধাপে লোলুপ দৃষ্টি শুধু উতরাই চড়াই শরীরের লালসা,
নষ্ট, পিষ্ট, ক্লিষ্ট শরীরের রক্ত মাংস চিবিয়ে খেয়ে,কঙ্কাল
যৌবন এখনো সেই নরপিশাচের পায়ের শব্দ দিবা রাত্র শোনে।
কে দেবে ফিরিয়ে সেই ফাগুন, কে মোছাবে অশ্রু বসন্তে ঝরে পড়া নয়নের দুকোণে, কে থামাবে ক্রন্দন, নিস্পেষিত, নিপীড়িত অষ্টাদশির রিক্ত, নিঃস্ব যৌবন, সেই বসন্তের ফাগুনে,জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল যাকে এই বসন্তের দোলায় আবিরের রাঙা আগুনে!
—oooXXooo—