“গাছ লাগান – প্রাণ বাঁচান”
সুমান কুন্ডু
আদম এবং ইভসের মনের পর্দা ভেদ করা
জ্ঞানবৃক্ষের ফল যেদিন ঘটায় বিপ্লব
মায়ের নাড়ি ছেঁড়া আর্তনাদে
যেদিন দিগ্বিদিকের ক্লোরোফিলের টানে –
নেমে আসে শ্রাবণ-ধারা,
কার্বনগেলা সারি সারি বনস্পতি
যখন অক্সিজেনে ভরিয়ে দেয় পৃথিবী
ঠিক সেইক্ষণে ‘গাছ লাগান – প্ৰাণ বাঁচান’
স্লোগান অধিকার করে একটি –
সদ্য কথা ফোঁটা শিশুর ঠোঁটে।
সবুজের পৃষ্ঠে সবুজ বা আগে
জোয়ার আনে জনমানসে গাছের প্রেমে।
শিমুল, পলাশ, কৃষ্ণচূড়া কিংবা হাসনুহানা
বট, অশ্বত্থ, শাল বা নিদেনপক্ষে নাইন-ও-ক্লক
টেনে নিয়ে যায় আমাদের সেই অতীতে
যখন জীবের অস্তিত্ব না থাকলেও, ছিল এরা
যাদের অনুপস্থিতিতে মানবজাতির বিপন্ন বর্তমান।
‘সবুজ ধ্বংস’, ‘বৃক্ষছেদন’ যেন গেরিলার ইমেইল
এই অবশ্যম্ভাবী প্রলয়ের মুখে দাঁড়িয়ে
একটিই বার্তা আনুক আগামীর প্রজন্ম –
‘একটি গাছ – একটি প্রাণ’
জাতীয় মহোৎসব হয়ে উঠুক ‘বৃক্ষরোপণ’।।